স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ’র ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩২ দলকে আট গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘ডি’ তে সৌদি আরবের আল নাসরের সঙ্গী ভারতের এফসি গোয়া, ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।
গোয়া এবং আল নাসর একই গ্রুপে থাকায় ভারতে খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর। এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। ফলে আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে গোয়া আর সৌদির ক্লাবটিকেও খেলতে আসতে হবে ভারতে। তবে সেই দলে রোনালদোর থাকা নিশ্চিত নয়।
চুক্তি অনুযায়ী, রোনালদো নাকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। চুক্তির এই শর্ত সত্যি হলে, রোনালদোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার উপর। রোনালদো না আসলেও আল নাসরের হয়ে খেলতে ভারতে আসতে পারেন সাদিও মানে, ফেলিক্স, ইনিগো মার্টিনেজের মতো তারকা ফুটবলাররা।
তবে শেষ পর্যন্ত রোনালদো ভারতে আসলে, দেশটির সমর্থকদের ঘরের মাঠে একই প্রজন্মের দুই সেরা ফুটবলারকে দেখার সৌভাগ্য হবে। ১৪ বছর আগে ভারতে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি। চলতি বছরের ডিসেম্বরেও তার ভারতে আসার কথা রয়েছে।
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পরের বছরের ১৬ মে পর্যন্ত চলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ’র ম্যাচ। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ফলে রোনালদো যদি ভারতে আসেন, তাহলে একই বছরেই ফুটবল বিশ্বের দুই মহাতারকাকে দেখার সৌভাগ্য হবে ভারতীয়দের।
কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০