আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কেন্দ্রীয় মহা শ্মশান শালকী নদীর গর্ভেবিলিন হতে বসেছে, সনাতনধর্মালম্বী নেতারা খুবই আতংকে দিনাতিপাত করছে।উপজেলায় গত ৩দিনে টানা বৃষ্টিতে নদীর পানী বেড়ে যাওয়ায় শ্মশান ঘাটে মাটি ধসে নদীরগর্ভে যেতে বসেছে। নদীর পাড়ে গাঢদেয়াল থাকলেও কোন প্রকার মাটি বা বস্তা না দেয়ায় চরম হুমকির মুখে পড়েছে শ্মশান ঘাটটি। ডোমার পৌরসভা থেকে কিছু বরাদ্ধ দিলে সেটি মূল ফটোক এবং বাউন্ডারী দেয়ালেরর কাজ চলছে।
কমিটির সাবেক সভাপতি রামনিবাস আগরওয়ালা জানান বিগত দিনে জেলা প্রশাসক এবং পানী উন্নয়ন বোর্ডে আবেদন করেও কোন ফল পাওয়া যায় নি। গত কয়েকদিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী মহোদয় এটি পরিদর্শন করেন এবং সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কমিটির সভাপতি শেখর সাহা বলেন, উপজেলার এটি কেন্দ্রীয় শ্মশান, আমরা দাহো থেকে শুরু করে পুজা পাঠ ও অর্জনা এখানেই করে থাকি, আর ২-১ দিন বৃষ্টি হলে নদী ভাঙনে শ্মশানটি বিলিন হয়ে যেতে পারে। অতি দ্রুত নদী ভাঙনের কবল থেকে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্মাশানটিকে সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সনাতনধর্মালম্বী নের্তৃবৃন্দ।
কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/দুপু্র ২:১০