বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১ আগস্ট ছিল ম্রুনালের জন্মদিন। অভিনেত্রীর ডাকে এদিন অন্য তারকাদের সঙ্গে জন্মদিন উদ্যাপনে অংশ নেন ধনুষ। অনুষ্ঠানে দুজনেই একে অন্যের মুগ্ধতায় ডুবে ছিলেন।
প্রসঙ্গত, ম্রুণালের সাথে প্রেমের গুঞ্জনের মাঝেই দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন ধনুষ। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন অভিনেতা।
কয়েক মাস আগে আইনি বিচ্ছেদ সম্পন্ন করেছেন ধনুষ। এদিকে শুধু ধনুষ নয়, ধনুষের পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ম্রুণালের। যে কারণে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন ধনুষ-ম্রুণাল ভক্তরা।
কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/রাত ৮:৩৩