নিউজ ডেক্সঃ সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১০ আগস্ট) বিকেলে হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন তিনি। কারাগার সূত্রে জানা গেছে, এসআই আকবর প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু হলে গত ২৫ মার্চ তাকে সেখানে স্থানান্তর করা হয়। মুক্তির আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন।
জানা গেছে, পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় ঘোষণা চলছিল। তার মাঝে প্রধান আসামি এসআই আকবর জামিন পেলেন। এ মামলার আরেক আসামি আশিক এলাহীও দু-একদিনের মধ্যে জামিন পেতে পারেন। এ ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
নিহত রায়হানের মা বলেন, মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি যে কোনো সময় দেশ ছাড়তে পারেন।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ আমাদের কাছে পৌঁছায়। রোববার আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার দিকেই আকবরকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন- সহকারী উপপরিদর্শক আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় আবদুল্লাহ আল নোমান (৩২)।