আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিমানবাহিনী প্রধান জানিয়েছেন, গত মে মাসের সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি সামরিক বিমান ভূপাতিত করেছে ভারত। প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘাতের প্রায় ৩ মাস পর এমন দাবি করেন ভারতের বিমান বাহিনী প্রধান অমর প্রীত সিং।
আজ শনিবার (৯ আগস্ট) বেঙ্গালুরুতে এক সামরিক বক্তৃতায় বিমান বাহিনী প্রধান অমর প্রীত সিং বলেন, ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের বেশিরভাগ বিমান ভূপাতিত করেছে।
তিনি জানান, “আমরা অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস নিশ্চিত করেছি এবং একটি বড় সামরিক বিমান ভূপাতিত করেছি।” ওই বড় বিমানটি নজরদারি বিমান হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ৩০০ কিলোমিটার দূরে ভূপাতিত করা হয়। তিনি এটিকে “রেকর্ড করা সবচেয়ে বড় দূরত্বে ভূপাতিতকরণের ঘটনা” বলে উল্লেখ করে বলেন, “আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে।”
যুদ্ধবিমানগুলোর ধরন উল্লেখ না করলেও সিং জানান, বিমান হামলায় পাকিস্তানের একটি নজরদারি বিমান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের দু’টি বিমানঘাঁটিতে রাখা কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিন্ধ প্রদেশের শাহবাজ জ্যাকোবাবাদ বিমানঘাঁটির এফ-১৬ বিমান রাখার অর্ধেক হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
ভারতের এমন দাবি এসেছে কয়েক সপ্তাহ পর, যখন দেশটির সামরিক বাহিনী মেনে নিয়েছিল যে মে মাসের লড়াইয়ে পাকিস্তানও ভারতের রাফাল-সহ কিছু যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা এই সংঘাত ছিল কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র। এতে যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে।
সংঘাতের সূত্রপাত হয় ২২ এপ্রিল, যখন সশস্ত্র সন্ত্রাসীরা ভারতশাসিত কাশ্মীরের পাহালগাম শহরে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে। পাকিস্তান এর আগে দাবি করেছিল, সংঘাতে তারা ভারতের ছয়টি সামরিক বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত তিনটি রাফাল যুদ্ধবিমান রয়েছে। তবে এক ভারতীয় সামরিক কর্মকর্তা একে “সম্পূর্ণ ভুল” বলে মন্তব্য করেন।
পাকিস্তানের বিমান বাহিনী মূলত চীনা তৈরি যুদ্ধবিমান জে-১০ সি ও যুক্তরাষ্ট্রের এফ-১৬ ব্যবহার করে। পাকিস্তান বরাবরই ভারতের দাবি অস্বীকার করে আসছে। ভারতীয় বিমান বাহিনী প্রধানের আজকের দাবির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি পাকিস্তান।
গত মে মাসে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করলেও ভারতীয় বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এলাকায় ছোটখাটো সংঘর্ষ অব্যাহত রয়েছে। আজ শনিবার ভারতীয় কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার রাতে ভারতশাসিত কাশ্মীরের কুলগাম জেলায় দুই ভারতীয় সেনা ও এক সন্দেহভাজন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আরও দুই সেনা আহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্র জানিয়েছে।সূত্র: আল জাজিরা, রয়টার্স
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৯:৪৫