তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির দুই দিনব্যাপী ২২তম সম্মেলন শুরু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ্ আলম।
এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ১ম দিনের উদ্বোধনী আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ‘‘দুঃশাসন হঠাও, ব্যাবস্থা বদলাও, শোষণ ও বৈষম্যমুক্ত সাম্যের সমাজ কায়েম কর’’ এই প্রতিপাদ্যে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড দিবালোক সিংহ, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, আদিবাসী নেত্রী পার্বতি রিছিল, নারীসেল এর সভাপতি তাসলিমা খাতুন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পতনের পরও দেশে আগের মতোই চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে, এইদেশে শিক্ষক, ছাত্র, সাংবাদিক সকলেই লাঞ্চিত হচ্ছে, দিনে দুপুরে মানুষকে মেরে রাস্তায় ফেলে রাখছে। এইসব সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। এসব কিছু দেখার জন্য ছাত্র-জনতারা আন্দোলন করেনি। ওই আন্দোলনে আহদের পরিবারের পুনর্বাসনের উদ্যোগ এখনো শুরু হয়নি। দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির কারনে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। এসব কিছু নজরে আনার জন্য তত্তাবধায়ক সরকারের প্রতি আহবান জানানো হয়।
প্রধান অতিথি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। বিদেশি স্বার্থে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার চক্রান্ত কোনো ভাবেই আমরা মেনে নেবো না। সা¤্রাজ্যবাদের কাছে প্রিয় বাংলাদেশকে বেঁচে দিলে, দেশের সাথে বেঈমানী করা হবে। জীবন দিয়ে হলেও সিপিবি তা প্রতিহত করবে। আলোচনা শেষে এক লাল পতাকার মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ২য় দিন রোববার (১০ আগস্ট) কাউন্সিল অধিবেশনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৮:৩০