স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৭ আগস্ট) ফিফার হালনাগাদকৃত নারী দলের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ সময়কালে সবচেয়ে বেশি ৮০.৫১ পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৭৯.৮৭। আগের র্যাঙ্কিংয়ে যা ছিল ১০৯৯.৩৬।এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র্যাঙ্কিং ১০০তম। ২০১৩ সালের ১৩ ডিসেম্বর এবং ২০১৭ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান অর্জন করেছিল লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২০১৮ সালের মার্চে ১০২, ২০১৩ সালের আগস্ট ও ২০১৭ সালের মার্চে ১০৩ নম্বরে জায়গা করে নিয়েছিল টাইগ্রেসরা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল। সাত ধাপ এগিয়ে ৬৩ নম্বরে ভারত, আর ১৩ ধাপ এগিয়ে ৮৭ নম্বরে নেপাল। নারীদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। গত মাসে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে তারা।
৩ ধাপ এগিয়ে তিনে সুইডেন। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ এগিয়ে চারে, আর দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। সদ্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অবনতি হয়েছে। ৩ ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমে গেছে তারা। তবে ২ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছে আর্জেন্টিনা।
কিউএনবি/আয়শা/৭ আগস্ট ২০২৫/বিকাল ৪:০০