স্পোর্টস ডেস্ক : আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডের বাজবলের সামনে অস্ট্রেলিয়া তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলবে, পরিবর্তন হবে না খেলার ধরণে। এমনটাই জানিয়েছেন অজি উইকেট কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। পাশাপাশি ফর্মের তুঙ্গে থাকা জো রুটকে নিয়ে কোন চাপ অনুভব করছেন না তিনি। সবশেষ চার অ্যাশেজ ধরে ঐতিহ্যবাহী ট্রফিটি রয়েছে অস্ট্রেলিয়ার কাছেই।
অ্যাশেজ শুরু হতে বাকি এখনও তিন মাস। অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট শুরু আগেই উত্তাপ ছড়াচ্ছে মর্যাদার এই সিরিজ। সবশেষ চার অ্যাশেজের দুটিতেই জিতে আধিপত্যটা অস্ট্রেলিয়ার দখলে। বাকি দুটি ড্র। চার সিরিজ ধরেই ট্রফিটা রয়েছে অজিদের কাছেই। ২০১৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। এবার সেই ঐতিয্যবাহী ট্রফিটি পুনরুদ্ধারের মিশনে নামবে স্টোকসের দল। ২০২২ সালের পর আমূল পরিবর্তন আসে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে। ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেয়ার পর থেকে আগ্রাসী মনোভাবে টেস্ট ক্রিকেট খেলছে ইংলিশরা, যা বাজবল নামে পরিচিত।
তবে এই বাজবল নিয়ে একেবারেই চিন্তিত নন অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের সামনে ভিন্ন কিছু করার চেষ্টা করবে না অস্ট্রেলিয়া। সবশেষ অ্যাশেজেই ইংলিশদের খেলার ধরণ নিয়ে আলোচনা হয় অজিদের ড্রেসিংরুমে। বাজবলের সামনে কামিন্সের দল তাদের ন্যাচারাল ক্রিকেটটাই খেলবে বলে জানিয়েছেন ক্যারি।
অ্যাশেজের আগেই দুর্দান্ত ফর্মে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। এখন শুধুই সামনে আছেন মাষ্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। ফর্মের তুঙ্গে থাকলেও রুটকে নিয়ে ভাবছেন না ক্যারি। টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়ে কোন চাপ অনুভব করছেন না এই কিপার ব্যাটার।
উল্লেখ্য, ঘরের মাঠে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর সেই সিরিজ ড্র করেছে ইংল্যান্ড। অন্যদিকে উইন্ডিজকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। আগামী ২১ নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হবে ঐতিহ্যবাহী অ্যাশেজের প্রথম টেস্ট।
কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/রাত ৯:০০