নিউজ ডেক্সঃ সেই পুরোনো জাদুতে ফিরেছেন নেইমার! সান্তোসের ঘরে ফিরেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম ম্যাচডেতে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলের গুরুত্বপূর্ণ জয়ে জোড়া গোল করেছেন তিনি, যার কল্যাণে অবনমন শঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে সান্তোসের।
মোরুম্বি স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে স্বাগতিক সান্তোস শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধে গোলপোস্টে লেগে ফিরা বলে প্রতিক্রিয়া দেখিয়ে নেইমার গোল করে এগিয়ে দেন দলকে। এরপর আর্জেন্টাইন আলভারো বাররেয়াল দলের দ্বিতীয় গোলটি করেন—সাবেক রিভার প্লেট তারকা বেঞ্জামিন রোলহেইসারের শট প্রতিহত হওয়ার পর বল জালে পাঠিয়ে।
তবে জুভেন্তুদের হয়ে উইলকার অ্যাঞ্জেল এক গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান। কিন্তু সব উত্তেজনার ইতি টানেন নেইমার নিজেই। দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। গোলরক্ষককে বোকা বানিয়ে পাঠান বল জালে—২০২২ সালের আগস্টের পর নেইমারের এটি প্রথম জোড়া গোল। সান্তোস এখন ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। অবনমন অঞ্চলের ওপরেই থাকা দলটি এখন ভাসকো দা গামা ও ফোর্তালেজার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে, যদিও ভাসকোর একটি ম্যাচ হাতে রয়েছে।
চোটে দীর্ঘদিন ভোগার পর নেইমারের এই ফর্ম সান্তোসের জন্য যেমন স্বস্তির, তেমনি ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যতের জন্যও এটি বড় আশার বার্তা। এখন পর্যন্ত ঘরের ক্লাবে ফিরেই ১৭ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.৪৫