স্পোর্টস ডেস্ক : ‘আজ (সোমবার) সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলেছিলাম, আমি ম্যাচটা ঘুরিয়ে দেব,’ নিজের প্রতি এমন প্রবল বিশ্বাস ছিল মোহাম্মদ সিরাজের। দ্য ওভালে ভারতের জয়ের নায়ক নয় উইকেট নেওয়া ম্যাচসেরা মোহাম্মদ সিরাজ।কাল সকালে ঘুম থেকে উঠে গুগলে একটি জিনিস খুঁজেছিলেন তিনি। ‘বিলিভ’ লেখা একটি ছবি খুঁজে সেটিকে মোবাইলের ওয়ালপেপার হিসাবে ‘সেভ’ করেছিলেন। মোবাইল খুলতে গেলেই যাতে সেটি চোখে পড়ে।
এই ভারতীয় পেসার বলেছেন, ‘আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বিশ্বাস ছিল যে, আমি কিছু একটা করে দেখাতে পারব। গুগল থেকে একটা ‘বিলিভ’ লেখা ছবি নিয়ে সেটাকে মোবাইলের ওয়ালপেপার হিসাবে রেখেছিলাম। বিশ্বাস ছিল যে, আমি কিছু একটা করতে পারি। অবশেষে সফল হয়েছি।’সিরাজ বলেন, ‘আমরা প্রথমদিন থেকে লড়াই করেছি। চেষ্টা করেছি ধারাবাহিকভাবে একই জায়গায় বল রাখার। প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছি। যা পেয়েছি সেটা আমার কাছে উপরি পাওনা।’
ব্রুকের ক্যাচ ছাড়ার পর সিরাজের মনে হয়েছিল ওখান থেকেই ম্যাচটা ঘুরে যেতে পারে। সেটা যে হয়নি ভেবে খুশি তিনি। বলেছেন, ‘ব্রুকের ক্যাচ ছাড়ার পর ম্যাচটা পুরোপুরি ঘুরে যেতে পারত। ওই ক্যাচটা নিলে হয়তো আজ (কাল) সকালে মাঠে আসতে হতো না। চতুর্থদিনের ম্যাচটা শেষ হয়ে যেত। যেভাবে ব্রুক আমাদের আক্রমণ করে চাপে ফেলে দিয়েছিল তার জন্য ওকে কুর্নিশ।’
কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:০০