তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, যেকোন জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, দেশের বিভিন্ন এলাকার এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (২ আগস্ট) দুপুরে চতুর্থধাপে আরো ৪৫ জনের চোখ অপারেশন করাতে পাঠিয়েছেন তিনি।
জানা গেছে, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে, অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ। ইতোমধ্যে দুর্গাপুর উপজেলা থেকে তিনধাপে ১৩৭ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা-খাওয়া, যাতায়াত, ঔষধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ কাজে স্থানীয় বিএনপি’র স্বেচ্ছাসেবীরা বাসযোগে ময়মনসিংহে কে জামান হাসপাতালে পৌঁছে দেন।
স্থানীয়রা বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন সাধারণ রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই আজ ৪র্থ ধাপের যাত্রা শুরু হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬ জন মহিলা এবং ১৯ জন পুরুষকে পাঠানো হয় ময়মনসিংহে।
চিকিৎসা নিতে যাওয়া মর্জিনা খাতুন বলেন, ‘‘চোখ নাই যার, জীবনে তার বাইচ্চা থাহন আর না থাহন হমান কথা। বিয়ার হরে বাঁশের কইঞ্চার বাড়ি লাইগ্যা আমার চোখ নস্ট অইছিন। আমি খুবই গরীব মানুষ। চোহের চিকিৎসা করাইয়াম এমত সাঙ্গেস্তা আমার নাই। ব্যারিস্টার কায়সার সাইব, সাহায্য করনে বিনা ট্যাহায় চোখ ভালা করনের লাগিন মমিসিংহ যাইতাছি। আইন্নেরা দোয়া করইনজে।
অপর একজন রোগী বলেন, মানুষে আমারে কানা সামছু কইয়া ডাহে। চোখ না থাকলে তো কানা কইবো, ডাক্তর কইছে, অহরেশন করলে আমার চোখ বালা অইবো, আর কেউ আমারে কানা কইতো না। আমি হিরাবার আমার মাইয়ার মুখটা দেখতারবাম। মরার আগের দিন হরযন্ত কায়সার সাইবের লাগিন দোয়া করবাম।
এ নিয়ে উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহ বলেন, সমাজে মানবসেবার উপরে আর কোন কিছুই হতে পারে না। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। একজন যোগ্য নেতার দ্বারাই এসকল কাজ করা সম্ভব। তিনি নেতৃত্বে আসুক এমনটাই চাচ্ছেন এলাকাবাসী।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২০