স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে অল্প ব্যবধানে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুক্রবার হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা।
টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনার সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইমন ৭ ওভারে ২৭ রানে শিকার করেন ৪ উইকেট। সানজিদ ২৬ রানে ২টি ও লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে ২ উইকেট নিয়ে বিপর্যয় সৃষ্টি করেন।
জিম্বাবুয়ের হয়ে কেবল দুই ব্যাটার—নাথানিয়েল হ্লাবাঙ্গানা (২৬) ও ব্র্যান্ডন এনডিউয়িনি (২০)—দুই অঙ্কের রান ছুঁতে পারেন। লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারালেও বিপদে পড়েনি বাংলাদেশ। রিফাত বেগ শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় উইকেটে কালাম সিদ্দিকি খেলেন ১৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস।
এরপর অধিনায়ক আজিজুল হক তামিম নেতৃত্ব দেন দুর্দান্ত এক জয় অভিযানে। তার ৪৯ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে রিজান হোসেন অপরাজিত ছিলেন ২১ রানে। তিনিই বাউন্ডারি মেরে ১৫.১ ওভারে জয় নিশ্চিত করেন।
গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে—আগামী ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। তবে আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুই ম্যাচে দলের সামনে থাকবে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য খুঁজে পাওয়ার ও শিরোপা মিশনের জন্য নিজেকে প্রস্তুত রাখার সুযোগ।
এমএইচএম
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/বিকাল ৩:২১