স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়ার আগেই সুখবর পেলেন রবিন্দ্র জাদেজা। ইংল্যান্ড সফরে চার টেস্টে ৪৫৪ রান করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় তারকা অলরাউন্ডারের। সিরিজের শেষ টেস্টে আর মাত্র ১৭৬ রান করতে পারলে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়বেন জাদেজা।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে জাদেজার (১০৭) সেঞ্চুরিতে পরাজয়ের হাত থেকে বাঁচে ভারত। এই পারফরম্যান্সের ফলে আইসিসির র্যাংকিংয়ে ১৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে জাদেজা এখন শীর্ষস্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা মেহেদি হাসান মিরাজের থেকে ১১৭ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন জাদেজা। তার বর্তমান রেটিং পয়েন্ট ৪২২।
জাদেজা শুধু অলরাউন্ডার তালিকায় নয়, ব্যাটসম্যান ও বোলার হিসেবেও উন্নতি করেছেন। ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৫ ধাপ উঠে এসেছেন ২৯তম স্থানে, আর বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে পৌঁছেছেন ১৪ নম্বরে। চলতি ইংল্যান্ড সিরিজে তিনি ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। চার টেস্টে করেছেন ৪৫৪ রান। যদি ওভালে শেষ টেস্টে তিনি আরও ১৭৬ রান করতে পারেন, তাহলে ইতিহাসে নাম লেখাবেন।
রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত ৮৪টি টেস্টে ১২৬ ইনিংসে ৩৮২৪ রান করেছেন এবং নিয়েছেন ৩৩০ উইকেট। তিনি মাত্র ১৭৬ রানের দূরত্বে দাঁড়িয়ে আছেন টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ বা তার বেশি উইকেট নেওয়া অলরাউন্ডারদের এলিট তালিকায় নাম লেখানোর জন্য। তিনি যদি ওভালে এই মাইলফলক স্পর্শ করতে পারেন, তাহলে তিনি হবেন বিশ্বের চতুর্থ অলরাউন্ডার যিনি টেস্টে এই অসাধারণ জোড়া কৃতিত্ব অর্জন করবেন।
এলিট লিস্টে আছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। তিনি টেস্টে করেছেন ৫২৪৮ রান এবং নিয়েছেন ৪৩৪ উইকেট। ইংল্যান্ডের ইয়ান বথাম আছেন দ্বিতীয় স্থানে, ৫২০০ রান ও ৩৮৩ উইকেট। আর নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি করেছেন ৪৫৩১ রান এবং নিয়েছেন ৩৬২ উইকেট। এই তালিকায় চতুর্থ সদস্য হিসেবে নাম লেখানোর দোরগোড়ায় রয়েছেন রবীন্দ্র জাদেজা।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৮:৪৩