অনলাইন নিউজ ডেস্ক :
মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্যসেবায় চলছে নজিরবিহীন সংকট। আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভার এখন পড়েছে মাত্র দুজন চিকিৎসকের ওপর। তার মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। ফলে প্রায় একাই সামলাচ্ছেন সাধারণ রোগীদের চিকিৎসা।সাধারণ মানুষেরা বলছেন-রাজনগরের স্বাস্থ্যব্যবস্থা আজ এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। চিকিৎসক সংকট, ভাঙা অবকাঠামো আর আমলাতান্ত্রিক জটিলতায় বিপর্যস্ত আড়াই লাখ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনের দ্রুত উদ্যোগ না নিলে এখানকার মানুষের জীবন আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে যাবে। রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ২০১৮ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে এখন চলছে মাত্র ১৯ শয্যায়। পুরনো ভবনে ফাটল দেখা দেয়ায় সেটি ভেঙে ফেলতে হয়, নতুন ভবন উদ্বোধনের আগেই সেখানেই স্থানান্তর করা হয় রোগীদের। গাইনি অপারেশন থিয়েটার থাকলেও যথাযথ জনবল না থাকায় তা চালু হয়নি এখনো। এক্সরে মেশিন ২০ বছর ধরে অচল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মাহমুদের বদলির পর থেকে পদটি খালি। তার বদলির বিরুদ্ধে মামলায় জটিলতা সৃষ্টি হওয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাও যোগদান করতে পারেননি। এখন মেডিকেল অফিসার ডা. গোলাম কিবরিয়াই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পক্ষে সব দায়িত্ব একসাথে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০২.৩২