অনলাইন নিউজ
ভারত থেকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়ে এক নারীসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্ত ঘেঁষে লামাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), একই জেলার মোহনগঞ্জ বরহাতুনী গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫), একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ সকাল:১১.৪০