অনলাইন নিউজ
মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টারস একাদশের হয়ে মাঠে না নামায় নিষেধাজ্ঞার মুখে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ অনুষ্ঠিত ম্যাচটিতে মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল স্টারস। ম্যাচটিতে ছিলেন না মেসি।
লিগ সূত্র জানায়, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আরেক তারকা জর্দি আলবা ম্যাচটিতে অংশ নেবেন না। তবেবে নির্দিষ্ট কোনো কারণ তারা অবগত করেনি। মূলত এ কারণেই বিতর্কের সৃষ্টি।
লিগের নিয়মানুযায়ী, কেবলমাত্র স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত সমস্যা হলেই ম্যাচ খেলা থেকে বিরত থাকা যাবে। নয়তো শাস্তি। ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এমএলএস কমিশনার ডন গারআগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে। মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৪ জুলাই ২০২৫/ দুপুর :১.৩৫