স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের মানবতার সেবক রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বুধবার অভয়নগর ফুটবল একাদশ খেদাপাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
খেলার রেফারী হুমায়ুন কবীর জানান, বুধবার খানপুর-খামারবাড়ি স্কুল মাঠে আয়োজিত সেমিফাইনালে অভয়নগর ফুটবল একাদশ ও মনিরামপুরের খেদাপাড়া ফুটবল একাদশ অংশ নেয়। এতে অভয়নগর ফুটবল একাদশ ২-=০ গোলে বিজয়ী হয়। সেমিফাইনালে মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, আজিবর রহমান , ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৩০