আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি রাজবন বিহারে মহাসংঘদান অনুষ্ঠান করেছে জেলার জুরাছড়ি উপজেলার বাসিন্দারা। শনিবার সকালে ৯ টায় রাজবন বিহারের দক্ষিণ মাঠে এ মহা সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত হয়।মহা সংঘদান অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমুর্তি দান, দেশের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা শেষে ধর্মসভা অনুষ্ঠিত হয়।
পূণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের।দেড় শতাধিক ভিক্ষুর উপস্থিতি অনুষ্ঠানে জুরাছড়ির উপজেলার মানুষ ছাড়াও রাঙামাটি শহরের হাজারো পুণ্যার্থী ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রতি বছর উপজেলার সর্বস্তরের মানুষ সন্মিলিত হয়ে এ মহাসংঘদান করে থাকেন। বিগত ২১ বছর ধরে এ অনুষ্ঠান করে আসছে জুরাছড়ি উপজেলার মানুষ।
কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/বিকাল ৩:৩৩