শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বারহাট্রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান খান রেজভী মঙ্গলবার (২২জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮বছর। আলহাজ্ব মোস্তাফিজুর রহমান খান রেজভী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (২৩জুলাই) দুপুরে ২টায় জেলা শহরের জামিয়া মিফতাউলুম মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪টায় বারহাট্টা উপজেলা শহরের খেলার মাঠে ও সাড়ে ৫টায় বারহাট্টা সদর ইউনিয়নের নিজ এলাকায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজার পর শরীয়তপুর শুরেস্বর শশুরবাড়ীতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়। মোস্তাফিজুর রহমান খান রেজভী নেত্রকোণা জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ছিলেন।
এছাড়াও নেত্রকোণা জেলা রেডক্রিসেন্টের সদস্য, ডায়াবেটিক সমতিতির সদস্য, শিল্পকলা একাডেমির সদস্য, বারহাট্টা উপজেলা প্রেসক্লাব ও পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। আলহাজ্ব মোস্তাফিজুর রহমান খান রেজভী বহু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৯