শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা তাঁতিদলের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার সকালের দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
দলীয় সূত্রে জানায়, সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি পদদলিত করে অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে কটুক্তিমূলক শ্লোগান সহ অশালীন মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এসময় বিক্ষোভ সমাবেশে জামাত শিবির ও এনসিপি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য ও শ্লোগান দেন।
জেলা তাঁতিদলের সভাপতি সাইফ উদ্দীন লেলিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক মীরের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইনজীবী খালিদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ, নেত্রকোণা সদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মেহেদী হাসান জাহাঙ্গীর, সদস্য সচিব আব্দুল মোতালিব, পৌর শাখার আহ্বায়ক শামছু উদ্দীন মিয়া, সদস্য সচিব জামাল উদ্দীন, বারহাট্টা উপজেলা শাখা সভাপতি শাহ্ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম, আটপাড়া সদস্য সচিব লিটন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন মিয়া, মদন উপজেলার সদস্য সচিব মিজানুর রহমান, মদন পৌর শাখা আহ্বায়ক শামীম বাঙালি, সদস্য সচিব নাজমুল হাসান, মোহনগঞ্জ উপজেলার আহ্বায়ক আতিকুর রহমান কামরুজ, তাঁতি দল জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বিপুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সুব্রত পাল, সাবেক সদস্য আলমগীর প্রমুখ।
কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩০