তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ও ল্যাপটপের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ও ক্রোম অপারেটিং সিস্টেম একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, গুগলের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ব্যবধান অনেকটাই কমে আসবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারে প্রকাশিত এক সাক্ষাৎকারে গুগলের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামীর সামাত বলেন, ‘আমরা ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একত্র করে একটি অভিন্ন মাধ্যম তৈরির পরিকল্পনা করছি।’ তবে এ পরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়িত হবে বা ঠিক কীভাবে দুটি অপারেটিং সিস্টেম একীভূত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি তিনি।
গুগলের তৈরি ক্রোমওএস অপারেটিং সিস্টেম মূলত ক্রোমবুক ল্যাপটপে ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়া ক্রোমবিট নামের একটি এইচডিএমআই ডংগল এবং ক্রোমবক্স নামের ছোট আকারের ডেস্কটপ কম্পিউটারেও ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেমটি। ব্রাউজারভিত্তিক এই অপারেটিং সিস্টেম ক্লাউডনির্ভর হলেও সাম্প্রতিক বছরগুলোয় এতে অ্যাপ ব্যবহারের সুযোগ যোগ করা হয়েছে। অন্যদিকে, অ্যান্ড্রয়েড হলো গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম, যা বিশ্বব্যাপী স্মার্টফোন ও ট্যাবলেটে কম্পিউটার ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়।
অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণগুলোয় ডেস্কটপে কম্পিউটারের বিভিন্ন সুবিধা যোগ করা হয়েছে, যার মধ্যে ‘ডেস্কটপ মোড’ অন্যতম। এ মোড চালু করলে পিক্সেল ডিভাইসকে বড় পর্দায় সংযুক্ত করে ডেস্কটপ ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যায়।
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/দুপুর ১:৪৪