তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কঠোর পরিশ্রম এবং বাবা মায়ের দোয়া কখনোই বৃথা যায় না। চলতি বছরের এসএসসি পরীক্ষায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে সেরা হয়েছে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আহনাফ। ফাতিন এসএসসিতে চমকপ্রদ ফলাফল করায় শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় নেতার পক্ষে ফাতিনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা বিএনপি‘র নেতাকর্মীগণ। ফাতিন আহনাফ পৌরশহরের বাগিচাপাড়া এলাকার মো. লুৎফর রহমান ও শিক্ষক উম্মে কাউসার দম্পতির মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে গোল্ডেন ‘এ+’ সহ ১২১৬ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বাবা-মা, আত্মীয় স্বজন সহ অন্যান্যরা আনন্দিত।
এসময় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ শহীদুল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা এডভোকেট সিদ্দিকুর রহমান আনোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইউসুফ খান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফাতিনের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থী ফাতিন আহনাফ বলেন, আমার এই ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে আমাকে উৎসাহ দেয়ার জন্য ব্যারিস্টার সাহেব যে শুভেচ্ছা উপহার এবং ১০ হাজার টাকা মুল্যের প্রাইজবন্ড পাঠিয়েছেন এতে আমি অনেক খুশি। এই শুভেচ্ছা উপহার গুলো আমাকে সামনের ফলাফল গুলো আরো ভালো করার জন্য উৎসাহ যোগাবে।
আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি। ফাতিন আহনাফের আত্মীয় আবুল হোসেন বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করায় ব্যারিস্টার কায়সার কামাল সাহেব যে উপহার পাঠিয়েছেন এর জন্য কৃতজ্ঞ। তবে সবচেয়ে বড় কথা হলো, উনি যে সত্যিই একজন যোগ্যনেতা সেটা আবারো প্রমানিত হলো। তিনি সংসদ সদস্য না হয়েও যেভাবে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার সকল মানুষের পাশে থেকে নানাবিধ সহায়তা করে যাচ্ছেন, সেজন্য উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সকাল ১০:২২