স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : পুরাতন রেটসিডিউল বাতিল করে শতকরা ৮০ ভাগ সিডিউল রেট বৃদ্ধির দাবীতে মনিরামপুরে মানববন্ধন ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে এক যোগে এ কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যান সমিতি যশোর পবিস-২ মনিরামপুর শাখার উদ্যোগে সকাল সাড়ে ১১ এ কর্মসুচি পালন করা হয়।
যশোর পবিস-২ এর সভাপতি আসাদুজ্জামান রয়েল জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুতের লাইন নির্মান কাজের বিপরীতে প্রায় একযুগ আগে ঠিকাদারদের যে হারে বিল পরিশোধ করা হতো এখনো সেই রেটেই তাদের বিল পরিশোধ করা হয়। অথচ ঠিকাদারদের লেবার, মালামাল পরিবহনসহ অন্যান্য সকল কাজে বর্তমানে খরচ তিন-চারগুন বেড়ে গেছে। যে কারনে তারা বাধ্য হয়ে সমিতির কাজ করে ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও যশোর পবিস-২ মিনি ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর পবিস-২ মিনি ঠিকাদার কল্যান সমিতির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক মেহেদি হাসান টুটুল, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, ঠিকাদার সাইফুল ইসলাম বিপুল,বাবুল আকতার প্রমুখ।
কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ৮:২১