শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃমাহমুদুজ্জামান মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চয়তা দেখা দেয়।
এই সংকটময় পরিস্থিতিতে আটপাড়া উপজেলা প্রশাসনের কাছে আশ্রয় নেন শিক্ষার্থী মোঃ মাহমুদুজ্জামান মাহিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুয়েল সাংমা জানান, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ মাহমুদুজ্জামান মাহিন উপজেলা প্রশাসনের কাছে সহায়তার জন্য আসলে তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়।
কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৯:৫৫