স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে দলে ফিরে চমক দেখালেন তাসকিন আহমেদ। বল হাতে তাকে যোগ্য সঙ্গ দিলেন তানজিম হাসান সাকিবও। বাংলাদেশের দুই পেসারের তোপ সামলে দারুণ এক ইনিংস খেললেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কিন্তু তার সেঞ্চুরির পরও আড়াইশ’র আগেই গুটিয়ে গেল লঙ্কানরা।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। টস হারলেও বল হাতে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের পেসাররা। তাতেই দলের খাতায় ২৯ রান যোগ হতেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।
৮ বলে ০ রানে তানজিম সাকিবের গতি আর বাউন্সে পরাস্ত হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এরপর জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের তোপে ১৩ বলে ৬ রান করে নিশান মাদুশকা বোল্ড হওয়ার পর ৪ বলে ০ রানে ক্যাচ দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস।
ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা (০)। এরপর জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের তোপে ১৩ বলে ৬ রান করে নিশান মাদুশকা বোল্ড হওয়ার পর ৪ বলে ০ রানে ক্যাচ দিয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস।
চাপ সামলে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইনিংসের ১৯তম ওভারে তাদের জুটি ভেঙে টাইগার শিবিরে স্বস্তি ফেরান অভিষিক্ত স্পিনার তানভীর ইসলাম। ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন কুশল।
এরপর জানিথ লিয়ানাগেকে নিয়ে ফের ৬৪ রানের জুটি গড়েন আসলাঙ্কা। তাদের জুটি ভাঙতে পার্ট টাইম বোলার নাজমুল হোসেন শান্তকে এনে সফল হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪০ বলে ৪ চারের মারে ২৯ রান করে ক্যাচ দিয়ে ফেরেন লিয়ানাগে। তবে একপ্রান্ত আগলে রেখে ক্রিজের আধিপত্য বজায় রাখেন আসালাঙ্কা।
ষষ্ঠ উইকেটে তার সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে বিদায় নেন মিলান রত্নানায়েকে। ৩১ বলে ৩ চারের মারে ২২ রান করা এ ব্যাটারকে বোল্ড করেন তানজিম সাকিব। এরপর আবার ঝলক দেখান পেসার তাসকিন। ওয়ানিন্দু হাসারাঙ্গার পর তার শিকার হন মাহিশ থিকশানা। হাসারাঙ্গা ২২ বলে ২২ রান আর থিকশানা ২ বলে ১ রান করে আউট হন।
তবে সতীর্থরা আসা-যাওয়ার মাঝে থাকলেও ক্রিজ আঁকড়ে ধরে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করে ইনিংসের শেষ ওভারে তানজিম সাকিবের শিকান হন আসালাঙ্কা। তার আউটের পর শেষ হয় লঙ্কানদের ইনিংসও। টাইগারদের পক্ষে বোলিংয়ে তাসকিনের চার উইকেটের সঙ্গে ৪৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। একটি করে উইকেট পান তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:০০