শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে ও শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটনের নেতৃত্বে সন্ত্রাস , চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নাভারে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এরপর নাভারন সাদক্ষীরা মোড় থেকে নাভারন বাজারের প্রতিটি দোকানে দোকানে গনসংযোগ করেন নুরুজ্জামান লিটনসহ বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিছিলেন ও গনসংযোগে অংশনেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু তাহের (ভারত), শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রমিক দলের নেতা আব্দুর রাজ্জাকসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মি অংশনেন।
গনসংযোগ কালে শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন বলেন দেশে ফ্যসিবাদ পতনের পর একটি মহল ও আওয়ামীলীগের দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন প্রয়োজন। এজন্য সম্ভব্য আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বচনে ধানের শীষের বিজয়ী করতে তৃনমুল পর্যায় সকল নেতা কর্মিকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
সেই সাথে তিনি বলেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে সকল চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানান এবং সকল ব্যবসায়ীদের খোজ খবর নেন। শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান বলেন চাঁদাবাজ যেই হোক তাকে পুলিশে ধরিয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৫৫