নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
সভায় ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা ইমাম মুয়াজ্জিম কল্যাণ সমিতির সভাপতি আকরাম হোসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় জেলার ১১টি উপজেলার মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিমরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /দুপুর ২:৪৯