জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্রগ্রামে রেলওয়ে পুলিশ এর বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম গামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের পিছনের “ক” বগির মাঝামাঝি স্থান থেকে নারী মাদক ব্যবসায়ী সেলিনা আক্তার প্রকাশ রিয়া (২৫)কে ৯ কেজি গাজা সহ গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।গত শনিবার (২১ জুন) চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার সাকিলা সুলতানার সার্বিক দিক নির্দেশনায় চট্টগ্রাম রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এস আই আরব আলী সংগীয় ফোর্স সহ বিকাল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানাধীন চিনকী আস্তানা রেলওয়ে স্টেশনে দন্ডায়মান চট্টগ্রাম গামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের পিছনের “ক” বগির মাঝামাঝি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সেলিনা আক্তার প্রকাশ রিয়া গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী হলেন-সেলিনা আক্তার প্রকাশ রিয়া (২৫)কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধর্মপুর (আলু কোল্ড স্টোরেজ),এলাকার মৃত রফিকুল ইসলাম এর মেয়ে।
চট্রগ্রাম রেলওয়ে পুলিশ সূত্রে জানাগেছে নারী মাদক ব্যবসায়ী সেলিনা আক্তার প্রকাশ রিয়া (২৫) এর ডান হাতে থাকা কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর থেকে বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে প্যাচানো ০৪ টি পুটলায় মোট ৯ কেজি গাজা সহ আটক করা হয়। উদ্ধারকৃত গাজা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করে গ্রেফতার কৃত বর্ণিত আসামী সহ উদ্ধারকৃত ৯ কেজি গাজা নিজেদের হেফাজতে নেন।আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে,কুমিল্লার সীমান্তবর্তী ভারত হতে উদ্ধারকৃত গাজা কম দামে খরিদ করে বেশী দামে খুচরা বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল।উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /দুপুর ২:৩৬