বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

ভিসা জটিলতায় ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত আকিল হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজ শুরু হলেও দলে যোগ দিতে পারেননি উইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। যুক্তরাজ্যের নতুন ভিসা নীতির কারণে এখনো ইংল্যান্ডের ভিসা হাতে পাননি তিনি। ফলে সিরিজের বাকি অংশে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক আকিল হোসেন যুক্তরাজ্যের ভিসার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। কারণ, তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার অনুমতি নিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন। পিএসএলের ফাইনাল শেষ হয় ২৫ মে। আর যুক্তরাজ্য গত ২৩ এপ্রিল থেকে ১২ মে’র মধ্যে ত্রিনিদাদ অঞ্চলের ভিসা প্রক্রিয়ায় সাক্ষাৎকার বাধ্যতামূলক করেছে, যা আকিলের পক্ষে সম্ভব হয়নি।

শুধু আকিল নয়, একই কারণে ভিসা পাননি উইন্ডিজ দলে সদ্য ডাক পাওয়া জাইড গুলিও। যদিও গুলির ভিসা জটিলতার পেছনে কারণ কিছুটা ভিন্ন। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতিমালার এই পরিবর্তন তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে বোর্ড আশা করছে, দ্রুত সমস্যার সমাধান হবে এবং আকিল হোসেন দলভুক্ত হতে পারবেন।

সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগেই আকিল ও গুলির ভিসা জটিলতার বিষয়টি সামনে আসে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকরা ২১ রানে জয় পায়। ওই ম্যাচে ইংলিশ বাঁহাতি স্পিনার লিয়াম ডসন ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল ও পরশু অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি, যথাক্রমে ব্রিস্টল ও সাউদাম্পটনে।

উল্লেখ্য, পিএসএলে আকিল হোসেন মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্সের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নেন তিনি। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচটি হারে ৭৯ রানে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit