 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : নারী সেনাদের প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রশিক্ষণপ্রাপ্ত এসব সেনাদের ‘কম্ব্যাট মোবিলিটি ইউনিট’-এ কাজ করার কথা ছিল। তাদের কাজ মূলত শত্রু অঞ্চলে পদাতিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহ করা এবং আহত সেনাদের সুস্থ করে তোলা।
আইডিএফ আরও জানিয়েছে, মেডিকেল তথ্য ইঙ্গিত দেয়, বর্তমান প্রশিক্ষণ অব্যাহত রাখলে নারীদের জন্য সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। বর্তমান ছয় মাসের স্কিম বাতিল হওয়ার পর পরের বছর থেকে নারী পদাতিক রিক্রুটদের জন্য নতুন পাইলট প্রোগ্রাম শুরু হবে। ইতিমধ্যে, কোর্সে ভর্তি হওয়া নারীদের যদি তারা চান তবে সামরিক বাহিনীতে অন্যান্য যুদ্ধের সুযোগ দেওয়া হবে, অথবা তারা যদি পরিবর্তন চান তবে তারা অফিসের দায়িত্ব পালন করতে পারবেন।
আইডিএফ-এ সামরিক পরিষেবা উভয় লিঙ্গের জন্যই বাধ্যতামূলক, কিছু ব্যতিক্রম ছাড়া। নারী যোদ্ধারা বেশ কয়েকটি বিশেষ ইউনিটে সফলভাবে কাজ করেছেন, যেমন ওকেটজ; যেটি কুকুরদের সঙ্গে কাজ করে, ইয়াহালোম যুদ্ধ প্রকৌশলী এবং ৬৬৯ উদ্ধার ইউনিট।
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৫, /বিকাল ৫:১২