বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

টাইগারদের ২০২ রানের চ্যালেঞ্জ ‍দিল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক আগা সালমান, লেগ স্পিনার শাদাব খান, তরুণ ব্যাটসম্যান হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিসের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে আগে করার সিদ্ধান্ত নেন আগা সালমান।

টস জয়ের পর বলেছিলেন, বড় স্কোর গড়ে বাংলাদেশ দলের ওপর চাপ সৃষ্টি করতে চান। তার কথা রাখলেন সতীর্থরা। ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে নিয়ে যান অনন্য উচ্চতায়। অথচ ইনিংসের শুরুতে ৫ রানে দুই ওপেনার সায়েম আইয়ুব ও ফখর জামানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা।

সেই অবস্থা থেকে দলকে টেনে রানের চূড়ায় নিয়ে যান আগা সালমান, শাদাব খান, হাসান নওয়াজ ও মোহাম্মদ হারিস। তাদের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান। প্রথম ৮ বলে ৫ রানে সায়েম আইয়ুব ও ফখর জামান আউট হওয়ার পর তৃতীয় উইকেট অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন মোহাম্মদ হারিস।

তাদের এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হারিস। তিনি সাজঘরে ফেরার আগে ১৮ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন।

হারিস আউট হওয়ার পর হাসান নওয়াজের সঙ্গে জুটি গড়ে ৩৪ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন আগা সালমান। ১২তম ওভারের শেষ বলে ৩৪ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৬ রান করা অধিনায়ক আগা সালমানকে আউট করে ঝড় থামান হাসান মাহমুদ।   

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন হাসান নওয়াজ। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে মাত্র ২২ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ২০০ স্ট্রাইকরেটে ৪৪ রান করে ফেরেন নওয়াজ। 

সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা খুশদিল শাহ ডাউন দ্য উইকেটে খেলতে শামিমের বলে বিভ্রান্ত হয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। তখন পাকিস্তাতানের সংগ্রহ ছিল ১৬.১ ওভারে ১৫০ রান।   

এরপর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে এগিয়ে নেন সহঅধিনায়ক শাদাব খান। তিনি ২৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৮ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগে ফেরেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit