বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

নেইমার-রদ্রিগোকে ছাড়াই আনচেলত্তির দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : দায়িত্ব গ্রহণ করেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রাথমিক দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই স্কোয়াডে বাদ পড়েছেন নেইমার জুনিয়র ও রদ্রিগো। কাসেমিরো, রিশার্লিসন, আন্তোনি। চোট কাটিয়ে ফিরেছেন আলিসনও।  

আগামী ৬ জুন একুয়েডর এবং ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচ দিয়েই আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু হবে, আর শুরুতেই আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ম্যাচের দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি।

লিভারপুলে চোট কাটিয়ে ফেরার পর গোলরক্ষক আলিসন দলে ফেরাটা প্রত্যাশিতই ছিল। তার সঙ্গে ফিরেছেন উগো সোসা। বাদ পড়েছেন ওয়েভের্তন ও লুকাস পেহি। রক্ষণভাগে জায়গা ধরে রেখেছেন পিএসজি ডিফেন্ডার বেরাল্দো। পাশাপাশি ক্লাব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন আলেক্সান্দ্রো রিবেইরো ও কার্লোস আগুস্তো।

মাঝমাঠে আনচেলত্তির আস্থাভাজন কাসেমিরো ফিরেছেন জাতীয় দলে। তার সঙ্গে যুক্ত হয়েছেন ফ্লামেঙ্গোর আন্দ্রেয়াস পেরেইরা। বাদ পড়েছেন জোয়েলিন্তন। একইভাবে বাদ পড়েছেন গিয়ের্মে আরানা, গাব্রিয়েল মাগালহায়েস ও মুরিলো।

ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা ভালো না কাটলেও স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ধারে গিয়ে নিজেকে প্রমাণ করেছেন আন্তোনি। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিরেছেন দলে। একইভাবে ফিরেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুনিয়া ও রিশার্লিসন।

তবে জায়গা হয়নি তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও সাভিনিয়োর। রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ক’টি ম্যাচে মাঠে না নামা রদ্রিগোও জায়গা হারিয়েছেন। আর চোটগ্রস্ত ও মাঠের বাইরে থাকা নেইমার আপাতত জাতীয় দলের বাইরে থাকছেন বলে জানিয়েছেন আনচেলত্তি।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সবার ওপরে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, যারা ইতোমধ্যেই ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

একনজরে ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো, বেরাল্দো, দানিলো, লিও ওরচিজ, মার্কিনিয়োস, কার্লোস আগুস্তো, ওয়েজলি, ভান্দেরসন
মিডফিল্ডার: কাসেমিরো, আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে, ব্রুনো গিমারাইস, জেহসন, এদেরসন
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্থনি, রিশার্লিসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুনিয়া, এস্তেভাও

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit