 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশি ফুটবলারদের বহনকারী বিমান। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
বাফুফের বার্তায় বলা হয়, বৈরী আবহাওয়া কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৮ মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নেয় বাংলাদেশ। সেখানে নির্ধারিত সময় ম্যাচ ১-১ সমতায় থাকলেও টাইব্রেকারে হৃদয় ভাঙে বাংলাদেশ। পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৫