বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তেহরানে ভয়াবহ পানি সংকটের শঙ্কা, সতর্ক করলেন পেজেশকিয়ান ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে ‘সন্তানের বাবা হয়েও সে আমাকে ধ্বংস করার পথ বেছে নিল’ রুট কি শচীনের রেকর্ড ভাঙতে চান? দুদকেও দুর্নীতি আছে, কমানোর চেষ্টা চলছে: দুদক চেয়ারম্যান সন্তানদের নিয়ে দিল্লিতে কারিশমা, সঞ্জয়ের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন মোড়! নিজের ছেলের কিডনি দিয়ে দুই রোগীর জীবন বাঁচালেন চিকিৎসক মা আ. লীগ কর্মীদের প্রশিক্ষণ, সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদিক ‘আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি’ ইরান থেকে জ্বালানি কেনায় ছয় ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইশরাককে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিন আহমেদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি উল্লেখ করে বলেছেন, ঢাকার রাজপথে জনগণ কয়েক দিন ধরে নগরভবন তালাবদ্ধ করে রেখেছে। তাদের দাবি আদালতের রায় মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়র ঘোষণা করে। তাকে আপনারা শপথ পাঠ করাবেন না, বিভিন্ন টালবাহানা করছেন। তাহলে কি এটা আইনের শাসন হলো? তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সব সময় আপনাদের সহযোগিতা করেছি; সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ; কিন্তু তার মানে এই না আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা বলবেন তাই করার জন্য। এ সময় সোমবার রাতে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর আহ্বান জানান। অন্যথায় এ আন্দোলনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার বিকালে সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগের চার জেলার বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, অল্পবয়স্ক স্থানীয় সরকার উপদেষ্টা মনে করছেন তারা আইনের শাসন মানবেন না। কোর্টের আদেশ মানবেন না, নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো।

বিএনপির এ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয়। কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান।

দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের কার্যক্রম উদ্বোধন করতে সোমবার দুপুরে সিলেটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানস্থলে। বক্তব্য শেষে নতুন সদস্যদের ফরম সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় নির্বাহী কমিটির  চেয়ারপারানের উপদেষ্টা ড. মো. এনামুল হক, আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম নাসের রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি, কাজ করছি। তাই বাংলাদেশের মানুষের কাছে এ সংস্কারের জন্য সহায়তা চাই। কিন্তু এসব সংস্কারের জন্য কী নির্বাচিত সরকারের বিকল্প আছে?

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit