ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি উল্লেখ করে বলেছেন, ঢাকার রাজপথে জনগণ কয়েক দিন ধরে নগরভবন তালাবদ্ধ করে রেখেছে। তাদের দাবি আদালতের রায় মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়র ঘোষণা করে। তাকে আপনারা শপথ পাঠ করাবেন না, বিভিন্ন টালবাহানা করছেন। তাহলে কি এটা আইনের শাসন হলো? তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি।
বিএনপির এ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয়। কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান।
দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের কার্যক্রম উদ্বোধন করতে সোমবার দুপুরে সিলেটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানস্থলে। বক্তব্য শেষে নতুন সদস্যদের ফরম সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারানের উপদেষ্টা ড. মো. এনামুল হক, আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম নাসের রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি, কাজ করছি। তাই বাংলাদেশের মানুষের কাছে এ সংস্কারের জন্য সহায়তা চাই। কিন্তু এসব সংস্কারের জন্য কী নির্বাচিত সরকারের বিকল্প আছে?
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৫৪