 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে সমবেত নেতাদের উদ্দেশ্যে গুতেরেস বলেছেন, ‘আমাদের এখন প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি।’তিনি বলেছেন, ‘ইসরায়েলের স্থল অভিযান এবং আরো অনেক কিছু সম্প্রসারণের পরিকল্পনার খবরে আমি গভীর উদ্বিগ্ন।’
জাতিসংঘ মহাসচিব সকল পক্ষকে অবিলম্বে দ্রুত, বাধাহীন এবং নিরাপদ মানবিক ত্রাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। যার মধ্যে রয়েছে সকল বেসামরিক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা সরবরাহ করা। সাহায্য নিয়ে আলোচনা করা যাবে না। তিনি যুদ্ধের অবসান ঘটাতে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরন্তর মধ্যস্থতা প্রচেষ্টারও প্রশংসা করেন।
সূত্র : ওয়াফা এজেন্সি।
কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৪