স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (২০২৫) জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন ফাইনাল ম্যাচটি আগামী ১১-১৫ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুলনামূলকভাবে, আগের আসরগুলোর বিজয়ীরা (২০২১ সালে নিউজিল্যান্ড ও ২০২৩ সালে অস্ট্রেলিয়া) পেয়েছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার এবং রানার্সআপ দল পেয়েছিল মাত্র ৮ লাখ ডলার। সে তুলনায় এবার দল দুটির জন্য প্রাইজমানি থাকছে দ্বিগুণেরও বেশি।
এদিকে, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এবারই প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তারা পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে এবং ভারতের সঙ্গে ঘরের মাঠে সিরিজ ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে।
অন্যদিকে, অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফিসহ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে।
আসন্ন ফাইনাল ম্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছাতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের জন্য একটি অসাধারণ সুযোগ আইসিসি শিরোপা জয়ের। লর্ডসের মতো মর্যাদাপূর্ণ ভেন্যুতে খেলা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত’।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। গত দুই বছরে দলের সবাই যে পরিশ্রম করেছে, তারই ফল এই ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হবে, আমরাও মুখিয়ে আছি সেই লড়াইয়ের জন্য’।
এদিকে ফাইনাল ম্যাচকে ঘিরে ক্রিকেট বিশ্বে উত্তেজনা তুঙ্গে। তার ওপর এই রেকর্ড পরিমাণের পুরস্কার ঘোষণা এই প্রতিযোগিতার মর্যাদা আরও বাড়িয়ে দিল। সূত্র: ক্রিকেট পাকিস্তান
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ১১:৩৪