বিনোদন ডেস্ক : প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গেছে প্রায় চার বছর। প্রাক্তন স্বামী এখন নতুন বউ শোবিতা ধুলিপালার সঙ্গে ব্যস্ত। তাছাড়া এরইমধ্যে খবরও আসে অভিনেত্রীর বাবার মৃত্যুর। সবটা সামলে নিচ্ছেন আস্তে আস্তে।
তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী। অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টই বারবার সেই জল্পনা উসকে দিয়েছে। আর যে দক্ষিণী পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন, এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনাতে নতুন করে ঘি ছিটালেন সামান্থা।
বুধবার সামান্থা তার নতুন সিনেমা ‘শুভম’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্থাকে। কে তিনি? বিখ্যাত পরিচালক রাজ নিদিমারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।
রাজের সঙ্গে নাকি সামান্থা গত একবছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গতমাসে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজাও দিতে গিয়েছিলেন তারা। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বেড়েছে। এদিকে সামান্থার সঙ্গে রাজ নিদিমারুর ছবি দেখে খুশি অনুরাগীরাও। তাদের মন্তব্য, ‘এবার সামান্থার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার শুরু করা।’
সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছিলেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছিল পরিচালক রাজ নিদিমরুকে। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।”আর এই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে।
এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সীলমোহর দিলেন বলেই মনে করছেন অনেকে। তবে শোনা যাচ্ছে, সামান্থা নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। তবে প্রেমের বিষয়টা এড়িয়ে গেছেন অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /বিকাল ৫:৩৪