 
																
								
                                    
									
                                 
							
							 
                    আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক মাধ্যম এক্সে বুধবার (১৪ মে) এক পোস্ট দিয়ে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে, পাকিস্তানকে তুরস্ক সমর্থন দেয়া অব্যাহত রাখায় এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে তার সেই পোস্টটি শেয়ার দিয়ে পাকিস্তান-তুরস্কের বন্ধুত্বের কথা তুলে ধরেন এরদোয়ান।
এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ভালো এবং খারাপ সব সময়েই পাকিস্তানের পাশে থাকবে। পোস্টের শেষে তুরস্কের প্রেসিডেন্ট লেখেন, ‘পাকিস্তান, তুর্কি দোস্তি (বন্ধুত্ব) জিন্দাবাদ।’
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:২২