 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : উচ্চ মাধ্যমিক পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমানের (ডিগ্রি পাশ কোর্স) স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।এই দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা।
আন্দোলনরত আবু সাঈদ নামে একজন নার্সিং শিক্ষার্থী বলেন, ‘এইচএসসি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাশ কোর্স) হিসেবে অবিলম্বে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়ন করতে হবে।’
এর আগে সকালে ঢাকায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তারা এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন-স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন।
ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি পূরণে আজ এক ঘণ্টা সময় দিয়েছিলাম বিএনঅ্যান্ডএমসিকে। কিন্তু উনারা দাবি পূরণে কোনো ব্যবস্থা নেননি। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৫