 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : ইতালির শীর্ষ লিগের সাবেক চ্যাম্পিয়ন সাম্পডোরিয়া ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্তরে নেমে গেল। ১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে শিরোপা জিতেছিল সাম্পডোরিয়া। পরের মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয় সিরি আ’তে।
ক্লাবের ইতিহাসে তখন স্বর্ণযুগ ছিল। ক্লাবটিতে তখন খেলতেন রবের্তো মানচিনি ও জানলুকা ভিয়াল্লির মতো ফুটবলাররা। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করেছেন তারা। সবাইকে চমকে দিয়ে ১৯৯১-৯২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে যায় সাম্পডোরিয়া। তবে দুর্ভাগ্যবশত ফাইনালে অতিরিক্ত সময়ে বার্সেলোনার কাছে হেরে যায় তারা।
ইতালিয়ান কাপে তারা শিরোপা জিতেছে চারবার। ১৯৯৪ সালে ইতালিয়ান কাপ জয়ের পর আর শিরোপার স্বাদ পায়নি সাম্পডোরিয়া। তবে সিরি আ’তে তাদের উপস্থিতি ছিল মোটামুটি নিয়মিত। কিন্তু ২০২৩ সালে তারা নেমে যায় সিরি বি’তে। পতনের ধারায় এবার নতুন সংযোজন সিরি সি।
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /বিকাল ৫:০০