সজিব হোসেন,নওগাঁ প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুশফিকুর রহমান, স্থানীয় সরকারের উপ- পরিচালক টি এম এ মুমিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কবিদের স্মরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।