 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামার আগেই আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। নিলামে ১৪ বছর বয়সি এই সেনসেশনকে পেতে কোটি টাকা খরচ করে রাজস্থান রয়্যালস। দলটির এই বাজি যে বিফলে যায়নি, তার প্রমাণ এরই মধ্যে মিলেছে। ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরুর পর মাত্র ৩৫ বলে সেঞ্চুরির কীর্তি গড়েছেন বৈভব। রেকর্ডবুকে তোলপাড় করা এই ক্রিকেটারকে এখনই ভারতের জাতীয় দলে দেখছেন কেউ কেউ।
তবে এক্ষেত্রে আইসিসির একটি নিয়ম বাধ সাধতে পারে। ২০২০ সালে প্রণীত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত ১৫ বছর বয়স হতে হবে। বৈভবের বয়স এখন ১৪। আগামী বছরের ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। তবে আইসিসির ওই নিয়মে আবার বলা আছে, কোনো খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তাহলে ১৫ বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসি বরাবর আবেদন জানাতে হবে। আর বোর্ডটি যখন ভারতের বিসিসিআই, তখন আইসিসি অনুমতি না দিয়ে যায় কই!
যদিও বিসিসিআইর বৈভবকে এখনই জাতীয় দলে খেলানোর তাড়া নেই। এমনকি তাকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো ভাবনাচিন্তাও আপাতত করা হয়নি। এখনো বয়সভিত্তিক দলেই প্রতিনিধিত্ব করছেন এই উঠতি তারকা। প্রসঙ্গত, এখনো পর্যন্ত সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে মারিয়ান ঘেরাসিমের। ১৪ বছর ১৬ দিন বয়সে অভিষেক হয়েছিল তার। আর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার কৃতিত্ব বৈভবের স্বদেশী শচীন টেন্ডুলকারের। ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম সাদা পোশাকে মাঠে নেমেছিলেন ‘লিটল মাস্টার’।
কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /রাত ১১:৩৩