বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার ৩৫ জন মৎস্য চাষীকে প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে মাছের খাবার দেওয়া হয়েছে। সোমবার দুপুর উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে চাষীদের প্রত্যেককে ১০০ কেজি করে মাছের খাবার দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম। এ সময় কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান, গত বছরের বন্যায় অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত ৩৫ চাষীকে মাছের খাবার দেওয়া হয়। এর আগে অক্টোবর মাসে ১১৮ জন চাষীকে ১০ কেজি করে মাছের পোনা দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৮