ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরের মিল্লাত বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবীর মৎস্য আড়ৎ এলাকায় আত্মগোপনে থাকা হুদা মামুন (৪০) ও অরিনকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থান থেকে পুলিশের ব্যবহৃত এসএমজি অস্ত্রের ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
মিল্লাত ক্যাম্প এলাকার সন্ত্রাসীদের হাতে কী পরিমাণ অস্ত্র রয়েছে জানতে চাইলে ডিসি মিজান বলেন, এই এলাকায় মশিউর রহমানসহ বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গুলির বিষয় আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্রের হাতে আরও অস্ত্র থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এমন কী বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রও তাদের কাছে থাকার সম্ভাবনা রয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/রাত ৮:০০