স্পোর্ট স ডেস্ক : সম্প্রতি তার ক্লাব ইংলিশ তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইএফএল লিগ ওয়ান থেকে উত্তীর্ণ হয়ে জায়গা করে নিয়েছে ইএফএল চ্যাম্পিয়নশিপে। যে লিগে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী।
শনিবার (২৬ এপ্রিল) রাতে চার্লটনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করে রেক্সহ্যাম। পুরো ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন রায়ান রেনল্ডস। দলের সাফল্যে গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠতে দেখা যায় রেনল্ডসকে।
 
ইএফএল লিগ ওয়ানে প্রতি মৌসুমে ২৪টি দল প্রতিযোগিতায় নামে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একের অপরের সঙ্গে লড়াই শেষে সেরা দুটি দল সরাসরি জায়গা নিশ্চিত করে ইএফএল চ্যাম্পিয়নশিপে। পয়েন্ট টেবিলের তিন থেকে ষষ্ঠ স্থানে থাকা দলের মধ্যে থেকে আরও একটি প্লে-অফের লড়াই শেষে টিকিট পায় ইএফএল চ্যাম্পিয়নশিপে।
 
৪৬ ম্যাচের মধ্যে ইতোমধ্যে ৪৫ ম্যাচ খেলে ৮৯ পয়েন্ট নিয়ে ইএফএল লিগ ওয়ান টেবিলের দুইয়ে অবস্থান করছে রেক্সহ্যাম। সমান ম্যাচে তিনে থাকা দলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৫। অর্থাৎ শেষ ম্যাচ হারলেও সেরা দুইয়ে থাকবে রেক্সহ্যাম। ৪৩ ম্যাচে ১০২ পয়েন্ট নিয়ে সবার আগে ইএফএল চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে বার্মিংহ্যাম।
 
কানাডিয়ান-আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রায়ান রেনল্ডস, যিনি ‘ডেডপুল’ সিনেমার মাধ্যমে সারাপৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করেছেন, আরেক আমেরিকান অভিনেতা রব ম্যাকএলহেনির সঙ্গে যৌথ মালিকানায় ২০২০ সালে নর্থ ওয়েলসের ক্লাব রেক্সহ্যাম কিনে নেন। তাদের মালিকানায় প্রায় ৪৭ বছর পর ইংলিশ দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় উত্তীর্ণ হলো রেক্সহ্যাম। শুধু তাই নয়, প্রথম ইংলিশ ক্লাব হিসেবে পরপর টানা তিন মৌসুমে তিন পর্যায়ের প্রতিযোগিতায় উন্নতি লাভ করলো রেক্সহ্যাম।
২০২২-২৩ মৌসুমে পঞ্চম স্তরের প্রতিযোগিতা ন্যাশনাল লিগে চ্যাম্পিয়ন হয়ে চতুর্থ স্তরের লিগ টুতে উত্তীর্ণ হয় রেক্সহ্যাম। এরপর ২০২৩-২৪ মৌসুমে লিগটিতে রানার্সআপ হয়ে চলতি মৌসুমে তারা জায়গা করে নেয় ইএফএল লিগ ওয়ানে। এখানে রানার্সআপ হয়ে এবার তারা জায়গা করে নিলো ইএফএল চ্যাম্পিয়নশিপে। আগামী মৌসুমে তাদের লড়াই হবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়ার।
 
 
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৪