আন্তর্জাতিক ডেস্ক : গালফ নিউজের প্রতিবেদন মতে, ওই দুই বাংলাদেশির মধ্যে একজন ৫২ বছর বয়সি আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তার।
১৯৯২ সাল থেকে দুবাইয়ে যান মনসুর। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি।
এদিকে লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।
আরেক লটারিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত ৩০ বছর বয়সি রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন।
ড্র-তে জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন, যার তার অনেক দিনের ইচ্ছা। দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ।