আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রোমে আজ শনিবার (১৯ এপ্রিল) নতুন করে পারমাণবিক আলোচনায় বসছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানের মাস্কাটে প্রথম দফার আলোচনার এক সপ্তাহ পর আজ এই আলোচনা হতে যাচ্ছে। প্রথম দফার আলোচনাকে উভয় পক্ষই ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে। খবর রয়টার্সের।
শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখার পক্ষে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি চাই ইরান মহান, সমৃদ্ধ এবং দুর্দান্ত হোক। ’ ২০১৫ সালে ইরান ও ছয় শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে বাতিল করেন। পাশাপাশি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ফেরান। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কথা বলে আসছেন।
ওয়াশিংটন চাইছে, ইরান অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে উৎপাদন করা হচ্ছে বলে তারা বিশ্বাস করে। তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ৷ তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ২০১৮ সালের মতো ওয়াশিংটন যে আর পিছু হটবে না, তার নিশ্চয়তা চায় তারা৷
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫