 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যানজট ছড়িয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা। সরেজমিনে দেখা গেছে, তেজগাঁওয়ে সড়ক অবরোধের ফলে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন থমকে রয়েছে।

দীর্ঘক্ষণ মহাখালী রেলগেটে আটকে রয়েছে কয়েকশো গাড়ি। আলিফ পরিবহনের চালক ইয়াছিন কাজী জানান, প্রায় দুই ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। কিন্তু গাড়ি একটুও নড়েনি। সবদিক রাস্তা বন্ধ। যাত্রীরা বাস থেকে নেমে গেছে।
জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকে যানজট। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল সড়ক হবে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছয় দফা দাবিতে রাজধানীর সাত রাস্তায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা বলেছি, তোমাদের মধ্য থেকে কয়েকজন চলো সচিবালয়ে, শিক্ষা উপদেষ্টার কাছে তোমাদের দাবিগুলো পৌঁছে দিই। তারা রাজি হয়নি।
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৩