 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ আশিকুর ইসলাম ,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও ৫ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকাল ৯টায় উপজেলা শিল্পকলা চত্বর হতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ বড় মাঠে বৈশাখী মেলায় গিয়ে মিলিত হয়। সেখানে বেলুন উড়িয়ে ৫ দিন ব্যাপী মেলা উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মারুফ হাসান। বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইফুল হুদা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার, উপজেলা জামাতের আমির মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন জামাল প্রমুখ।
এসময় সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী নেতৃবৃন্দ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচীব মোঃ শামসুল আলম, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্লাহ সহ সকল সাংবাদিকবৃন্দ ও আপামর জণসাধারণ উপস্থিত ছিলেন। মেলায় উদ্যোক্তাদের স্টল, শিশুদের বিনোদনের ব্যবস্থাসহ বিভিন্ন রকমারী দোকান মেলায় শোভা বর্ধন করেছে। বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মারুফ হাসান এর দিকনিদের্শনায় দীর্ঘদিন পর বোচাগঞ্জ উপজেলায় মনোমুগ্ধকর মিলন মেলার আয়োজন করায় বোচাগঞ্জবাসী উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা সেতাবগঞ্জ পৌরশহর ঘুড়ে মেলা প্রাজ্ঞনে এসে মিলিত হয়।