 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টসন ডেস্ক : সুযোগ ছিল চার নম্বরে উঠে আসার। শেষ ম্যাচের আগে লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ছিল ১০ ম্যাচে ১৩। জিতলে পয়েন্ট দাঁড়াতো ১৫। তখন গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট সমান হতো। কিন্তু সেটি হলো না।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরে গেছে সাইফ হাসান, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয় ও আকবর আলীর দল লিজেন্ডস অব রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর
অগ্রণী ব্যাংক: ৫০ ওভারে ৩০৬/৬ (সাদমান ৮৭, ইমরানউজ্জামান ৫০, অমিত হাসান ৫৯, মার্শাল আইয়ুব ৪৮; রেজাউর রহমান রাজা ২/৪৭)।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/রাত ৯:১৪